সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান খানকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
রোববার (২৮ জুন) সকালে চান্দাইকোনা এলাকার তার নিজ বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় তাকে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহীদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। হামলার ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি