বেনাপোলের ধন্যখোলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে মুহাম্মদ রিয়া মোড়ল নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
আজ (শুক্রবার) ভোরে এ ঘটনা ঘটে। নিহত রিয়া বেনাপোল পোর্ট থানাধীন বাহাদুরপুর ইউনিয়নের আব্দুল জব্বারের ছেলে।
৪৯ বর্ডার গার্ড বাংলাদেশের ধন্যখোলা ক্যাম্পের কমান্ডার সুবেদার সরোয়ার হোসেন বলেন, সকালে স্থানীয়দের কাছে খবর পেয়ে সীমান্তের কাঁটাতারের পাশে বুকে গুলিবিদ্ধ মরদেহটি দেখতে পান বিজিবি সদস্যরা।
পরে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। তিনি আরো বলেন, ধন্যখোলা সীমান্তের বিপরীতে ভারতের বাঁশঘাটা বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাকে গুলি করে হত্যা করেছে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি