কুমিল্লার দাউদকান্দি উপজেলায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। নিহতরা সম্পর্কে নানা-নানি ও নাতি।
ভোরে দাউদকান্দি ও চাঁদপুরের মতলব সড়কের কাজিরকোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, প্রাইভেটকারে সিরাজুল, তার স্ত্রী ও নাতি আবু বকর সিদ্দিক ঢাকা থেকে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় তাদের গ্রামের বাড়িতে যাচ্ছিলেন।
পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। দুর্ঘটনাকবলিত গাড়ি ও মরদেহগুলো উদ্ধার করা হয়েছে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি