কুষ্টিয়ার কুমারখালীর পদ্মা নদীতে দুইটি ডোঙা নৌকা ডুবিতে ৪ জন নিখোঁজ হয়েছে।
আজ (মঙ্গলবার) সকালে উপজেলার সাদিপুর ইউনিয়নের ঘোষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের জামালপুর এলাকার ১৩ জন দিনমজুর সকালে দুইটি ডোঙা নৌকায় করে পদ্মা নদীর চরে উলু ঘাস কাটতে যাচ্ছিলেন।
নদীর তীর থেকে একটু দূরে যেতেই প্রবল স্রোতে নৌকা দুটি ডুবে যায়। পরে ৯ জন সাঁতরে তীরে উঠতে পারলেও ৪ জন এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি