সুনামগঞ্জে সুরমা নদীর পানি বিপদসীমার ৩১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
সোমবার (১৩ জুলাই) সকালে সুনামগঞ্জ শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া ষোলঘর পয়েন্ট দিয়ে বিপদসীমার ৩১ সেন্টিমিটার উপর দিয়ে বইছে।
গত ২৪ ঘণ্টায় সদর উপজেলায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৪১ মিলিমিটার। এদিকে, তাহিপুর উপজেলার যাদুকাটা নদীতে পানি কমে বিপদসীমার ৩৯ সেন্টিমিটার নিচে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় তাহিপুর উপজেলায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৫২ মিলিমিটার।
পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, ভারতের চেরাপুঞ্জিতে যদি আর বৃষ্টিপাত না বাড়ে তা হলে ধীরে ধীরে বন্যার পানি নেমে যাবে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি