ফেনী জেলার সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নে বজ্রপাতে দুই কিশোর নিহত ও একজন আহত হয়েছে।
আজ (শনিবার) স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ক খ ম ইসহাক খোকন জানান, সকাল সাড়ে ১০টায় ইউনিয়নের তাকিয়া বাজার সংলগ্ন পাইকপাড়ায় এ ঘটনা ঘটে বলে।
নিহতরা স্থানীয় জয়নাল আবেদীনের ছেলে শাকিব (১২) এবং মো. গোফরানের ছেলে ইমরান (১৩)। আহত নাহিদ (১২) একই এলাকার জয়নাল মিস্ত্রীর ছেলে। তাকে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইউপি চেয়ারম্যান জানান, সকালে মোবারক আলী মাঝি বাড়ির বাগানে কয়েকজন কিশোর খেলছিল, এসময় বজ্রপাতে ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে এবং আহত কিশোরকে হাসপাতালে পাঠায়।
নিউজ ডেস্ক/বিজয় টিভি