ভোলা জেলার দৌলতখান ও বোরহানউদ্দিন উপজেলা থেকে মাত্র ৩ ঘন্টায় স্পিড বোটের মাধ্যমে ঢাকা আসা যাওয়া করা যাবে। স্থানীয় সংসদ সদস্য (ভোলা-২) আলী আজম মুকুলের প্রচেষ্টায় সম্প্রতি অত্যাধুনিক এমন দুটি স্পিড বোট দিয়েছে সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের পরিবহন পুল।
শুক্রবার বিকেলে বোট ২টি স্থানীয় নৌ ঘাটে আসলে শত শত মানুষ ভিড় করে দেখতে। এ সংসদীয় আসনের দুটি উপজেলার ৫ লাখের বেশি মানুষ এর সেবা পাবে। বোট দুটির মূল্য ৫০ লক্ষ টাকা করে ১ কোটি টাকা।
সংসদ সদস্য আলী আজম মুকুল বলেন, জরুরী রোগীদের চিকিৎসা সেবাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মকান্ডে এই স্পিড বোট দুটি বিশেষ ভূমিকা পালন করবে। বোট দুটি ইতোমধ্যে ঢাকা থেকে মাত্র ৩ ঘন্টায় ভোলা গিয়ে পৌঁছে। প্রত্যেকটি বোটে ১৫ জন করে যাত্রীর ধারণ ক্ষমতা রয়েছে। এর ফলে এই দুই উপজেলার প্রশাসনিক কাজসহ অনান্য কাজে বাড়তি গতি আসবে।
তিনি বলেন, করোনা ভাইরাসের এই স্থবির পরিবেশে’র মধ্যেও চেয়েছি এলাকার কাজগুলো এগিয়ে নেয়ার জন্য। প্রতিদিনই চাই নতুন কিছু যোগ হোক আমার নির্বাচনী এলাকায়। অত্যন্ত দ্রুতগতির বোট দুটি প্রদানের জন্য ভোলা-২ আসনের জনগণের পক্ষে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি। (সুত্র: বাসস)