চট্টগ্রামে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষার সংখ্যা কমার সাথে সাথে শনাক্তের সংখ্যাও কমেছে। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ৫টি ল্যাবে ৩৮০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে নতুন করে আরো ৮৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এসময়ের মধ্যে সুস্থ হয়েছেন ২৭ জন এবং আক্রান্ত হয়ে মারা গেছেন ২ জন।
আজ (রোববার) দুপুরে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, শনিবার রাত পর্যন্ত চট্টগ্রামের ৫ টি ল্যাবে ৩৮০ জনের নমুনা পরীক্ষায় ৮৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। তার মধ্যে নগরীর ৬৯ জন ও জেলার বিভিন্ন উপজেলার ১৬ জন।
এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১২ হাজার ৭৫৪ জনে। সুস্থ হয়েছেন ২৭ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ২ জন। সপ্তাহখানেক ধরে চট্টগ্রামে নমুনা পরীক্ষার সংখ্যা কমেছে। পরীক্ষা কম হওয়ায় আক্রান্তের সংখ্যাও কমছে।
এদিকে ৩৮০ জনের নমুনা পরীক্ষার মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ৪৪ টি নমুনা পরীক্ষা করে ১৮ জন করোনা পজেটিভ রোগী শনাক্ত হয়। তার মধ্যে নগরীর ১২ জন ও জেলার বিভিন্ন উপজেলার ৬ জন। বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৯৮ টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হয় আরও ২২ জন। এর মধ্যে নগরীর ২১ জন ও জেলার উপজেলার ১ জন । (সুত্র: বাসস)