চট্টগ্রাম জেনারেল হাসপাতালের চলমান উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেছেন, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
সকালে, নবনির্মিত সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট এবং রোগীদের বেডের সংস্কার কাজের অগ্রগতি পরিদর্শন করেন তিনি।
পরিদর্শন কালে শিক্ষা উপমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত প্রচেষ্টায় চট্টগ্রাম জেনারেল হাসপাতালে আধুনিক ও উন্নতমানের চিকিৎসা সামগ্রী যুক্ত হয়েছে। এসময়, করোনা আক্রান্তদের চিকিৎসা প্রদানে অগ্রণী ভূমিকা পালন করায়, হাসপাতালের স্বাস্থ্যসেবার সাথে জড়িত সকলকে ধন্যবাদ জানান তিনি।
নিউজ ডেস্ক/বিজয় টিভি