ভোলার চরফ্যাশনে ঝড়ে ঘর ভেঙে নিচে চাপা পড়ে মা ও দুই ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার রাত ১টার দিকে উপজেলার চর মানিকা ইউনিয়নের কচ্ছোপিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওই গ্রামের হানিফ পাটোয়ারির স্ত্রী রিংকু বেগম (৩০) ও তার দুই ছেলে জুনায়েদ (৭) এবং তানজীদ (৫)।
দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, প্রায় ৭ মাস আগে চর মানিকা ইউনিয়নের জেলে হানিফ পাটোয়ারি নতুন ঘর করেন। ওই ঘরের মাচায় কাঠসহ মালামাল ছিল। মঙ্গলবার রাতে মাছ ধরতে হানিফ পাটোয়ারি নদীতে যান। রাতে দুই ছেলেকে নিয়ে হানিফের স্ত্রী রিংকু বেগম ঘুমিয়েছিলেন। এ সময় হঠাৎ করে ঝড় শুরু হলে তাদের ঘরটি ভেঙে পড়ে। এতে ঘরের মাচায় থাকা কাঠ ও লাকড়ির নিচে চাপা পড়ে ঘুমন্ত অবস্থায় মা-ছেলেসহ তিনজনের মৃত্যু হয়। সূত্র: ইউএনবি