পদ্মা ও আড়িয়াল খাঁ নদে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় মাদারীপুরের শিবচরের ৭টি ইউনিয়নে নদী ভাঙন ব্যাপক আকার ধারণ করেছে।
ভাঙন দেখা দিয়েছে মাদারীপুর সদর ও কালকিনির বিভিন্ন এলাকায়। পদ্মা নদীর ভাঙন আশ্রয়কেন্দ্রের কাছকাছি চলে আসায় শিবচরের বন্দরখোলা ইউনিয়ন পরিষদ ও সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্র থেকে গতকাল সন্ধ্যায় শতাধিক পরিবার, গবাদিপশু সরিয়ে নেয়া হয়।
এ পর্যন্ত শিবচরের ৭ ইউনিয়নের সাড়ে ৪ শতাধিক ঘরবাড়ি নদীতে বিলীন হয়েছে। শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামানসহ কর্মকর্তারা ও আওয়ামী লীগ নেতারা পরিস্থিতি পর্যবেক্ষণ করে আশ্রয় কেন্দ্র খালি করার নির্দেশ দেন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি