সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি অঙ্গ প্রতিষ্ঠান ’স্ট্যান্ডার্ড অয়েল কোম্পানি লিমিটেডের দু’শ কোটি টাকারও বেশি লোপাটের ঘটনায়, চট্টগ্রাম বিভাগীয় দুদক কার্যালয়ে অভিযোগ দায়ের করেছেন, এক আইনজীবী।
আজ (বৃহস্পতিবার) দুপুরে এ অভিযোগ দাখিল করেন তিনি। এ সময় বিএসটিআই-এর প্রসিকিউটর অ্যাডভোকেট মো. আশরাফ উদ্দিন জানান, এশিয়াটিক অয়েল কোম্পানির স্বত্তাধিকারী মিশু মিনহাজের বিরুদ্ধে প্রতিষ্ঠানের বার্ষিক সাধারণ সভায় এ অভিযোগ উঠার পরও তিনি এখনো পাওনা পরিশোধ করেনি।
দুদকের অনুসন্ধানে, জনগণ, সরকার ও রাষ্ট্রের স্বার্থে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে আশাবাদ ব্যক্ত করেন এই আইনজীবী।
নিউজ ডেস্ক/বিজয় টিভি