শেরপুরের নালিতাবাড়ীতে ভিজিএফ’র ১৬৩ বস্তা চাল উদ্ধারসহ ছাইদুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব।
গতকাল মধ্যরাতে অভিযান চালিয়ে শেরপুরের নালিতাবাড়ী পৌর শহরের কাচারিপাড়া মহল্লা থেকে তাকে আটক করা হয়।
র্যাব-১৪ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের উত্তর বাজারস্থ কাচারীপাড়া মহল্লার একটি ব্যক্তিগত গুদামঘরে অভিযান চালায় র্যাব। অভিযানকালে ওই গুদাম থেকে বিক্রির জন্য সংরক্ষিত ভিজিএফ’র ১৬৩ বস্তা চাল উদ্ধার করা হয়।
এ সময় ভিজিএফ’র চাল রাখার অপরাধে তাকে হাতেনাতে আটক করা হয়। এছাড়া র্যাবের উপস্থিতি টের পেয়ে অপর ২ ব্যবসায়ী পালিয়ে যায়।
নিউজ ডেস্ক/বিজয় টিভি