বাঁশখালী উপজেলার সরল এলাকায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শের আলী নামে এক ব্যক্তি নিহত হয়েছে।
র্যাবের দাবি, নিহত ব্যক্তি ডাকাতিসহ ১২টি মামলার আসামি। শনিবার (২৫ জুলাই) ভোরে ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে তিনটি অস্ত্র ও ১৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি