কুমিল্লা ও গাইবান্ধায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত হয়েছেন।
আজ (রোববার) সকালে, কুমিল্লা-সিলেট মহাসড়কের কুমিল্লার বুড়িচংয়ের হরিনধারা এলাকায় ট্রাক ও লেগুনার সংঘর্ষে একই পরিবারের ২ জনসহ ৪ জন নিহত হয়েছেন।
পুলিশ জানান, সিলেটগামী লবণবাহী ট্রাকের সাথে কুমিল্লাগামী লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ২ জন মারা যায় এবং হাসপাতালে নেয়ার পথে মারা যায় আরো দুই জন।
এ ঘটনায় পুলিশ লেগুনা ও ট্রাক জব্দ করেছে। এদিকে, গাইবান্ধার পলাশবাড়ীতে মাইক্রোবাস চাপায় ভ্যান চালকসহ দুইজন নিহত হয়েছেন। সকালে, পলাশবাড়ি উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের মহেশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি