ফুটবল খেলাকে কেন্দ্রকরে মাদারীপুরের কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমী ও ডাসারের ডি.কে আইডিয়াল সৈয়দ আতাহার আলী একাডেমীর ছাত্রদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করেছে কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমীর শিক্ষক ও শিক্ষার্থীরা।
সোমবার সকালে স্কুল সড়কে তারা উক্ত মানববন্ধন কর্মসূচী পালন করে এবং এঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার জোর দাবী জানায়।
জানা যায় , গত ৫সেপ্টেম্বর বিকেলে কালকিনি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমী ও ডাসারের ডি.কে আইডিয়াল সৈয়দ আতাহার আলী একাডেমীর মধ্যে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।
খেলা শেষে ফেরার সময় বহিরাগতরা পরিকল্পিত ভাবে খেলোয়ারদের ওপর হামলা চালায়। এতে কমপক্ষে ২০জন আহত হয়।
অপরদিকে এঘটনায় কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমীর বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়। তাই হামলা ও অপপ্রচারের বিরুদ্ধে কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমীর উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
নিউজ ডেস্ক / বিজয় টিভি