ঝালকাঠিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ কালাম হাওলাদার নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে।
আজ (শুক্রবার) সকালে, কাঠালিয়া উপজেলার মুন্সিরাবাদ এলাকায় একটি নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, মুন্সিরাবাদ গ্রামের একটি নির্মাণাধীন ভবনে মোঃ আবুল কালাম দিনমজুরের কাজ করতেন। সকালে ওই ভবনের ছাদে কাজ করতে গেলে পল্লী বিদ্যুৎ-এর ১১ কেভি সিঙ্গেল ফেইজ লাইনের তারে জড়িয়ে তার মৃত্যু হয়।
এ সময় তাকে উদ্ধার করে প্রথমে রাজাপুর হাসপাতালে পরে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি