সিরাজগঞ্জের রায়গঞ্জের ষোল মাইল চান্দাইকোনায় অভিযানে চালিয়ে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
আজ (শুক্রবার) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সিরাজগঞ্জ র্যাব-১২।
ওই প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের কোম্পানি কমান্ডার এএসপি মুহাম্মদ মহিউদ্দিন মিরাজের নেতৃত্বে অভিযান চালিয়ে ২৪ কেজি গাঁজা, মোবাইল সেট ও নগদ টাকাসহ হাতেনাতে ৩ জনকে গ্রেফতার করা হয়। পরে এ বিষয়ে রায়গঞ্জ থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়।
নিউজ ডেস্ক/বিজয় টিভি