নওগাঁর মহাদেবপুর উপজেলার চান্দাশ ইউনিয়নের ইছাপুর গ্রামে জমি না দেওয়া একটি পরিবারকে ৪ বছরেরও বেশি সময় ধরে একঘরে করে রেখেছে স্থানীয় প্রভাবশালীরা।
অভিযোগ পাওয়া গেছে, ওই পরিবারকে গ্রামের সবকিছু থেকে বিরত রাখার জন্য নতুন নতুন নিয়ম-কানুন জারি করছেন গ্রামের কতিপয় মাত¦বররা। এর ফলো অসহায় জীবন-যাপন করছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
এই বিষয়ে, মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি