সাভারের আশুলিয়ায় দুর্বৃত্তদের অতর্কিত হামলায় দুই হিজড়াসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। গুররুতর আহতাবস্থায় তাদের উদ্ধার করে নিকটস্থ এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সকালে বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের তুরাগ এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ তিনজন হলেন, শিখা হিজড়া, রশিদা হিজড়া ও গাড়িচালক নুরুন্নবী।
প্রত্যক্ষদর্শীরা জানান,একটি প্রাইভেটকার টঙ্গী যাওয়ার পথে তুরাগ এলাকায় অপর একটি প্রাইভেটকারকে ধাক্কা দেয়।
ঘটনা দেখতে গেলে, এসময় রাস্তায় দাড়িয়ে থাকা, হিজড়া সদস্যদের গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।পূর্ব শত্রুতার জের ধরে সন্ত্রাসীরা তাদের হত্যার উদ্দেশে গুলি করে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।
নিউজ ডেস্ক / বিজয় টিভি