মাদারীপুরে ভবনের ছাদ থেকে পড়ে হালান সরদার নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
আজ (রোববার) সকালে, জেলার কালকিনির আইসর-কমলাপুরে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, কালকিনির আইসর-কমলাপুরের মনির হাওলাদারের একতলা পুরাতন ভবন ভাঙার কাজ শুরু করে কয়েকজন নির্মাণ শ্রমিক। এ সময় ছাদ ভাঙার সময় অসাবধানতাবশত ছাদ থেকে পড়ে যায় হালান সরদার।
পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে মাদারীপুর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি