করোনাভাইরাসে আক্রান্ত দিনাজপুরের সিনিয়র জেলা জজ আজিজ আহমেদ ও তার স্ত্রী মৌসুমী আক্তারকে রবিবার দিনাজপুর থেকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
বাংলাদেশ বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে করে জরুরিভিত্তিতে তাদের ঢাকায় আনা হয়।
পরে উন্নত চিকিৎসার জন্য বিচার আজিজ আহমেদ ও তার স্ত্রীকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
দেশে করোনাভাইরাস প্রতিরোধে এবং যেকোনো জরুরি প্রয়োজনে সব ধরনের কার্যক্রম অব্যাহত রেখেছে বাংলাদেশ বিমানবাহিনী।
এরই ধারাবাহিকতায় বাংলাদেশ বিমানবাহিনীর চিফ অব এয়ার স্টাফ জরুরি প্রয়োজনে রোগী বহনের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেছিলেন। সূত্র: ইউএনবি