আখাউড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (সোমবার) সকালে, উপজেলা মিলনায়তন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার নূর-এ-আলমের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সকলের পরামর্শক্রমে আগামী ১৫ আগস্ট বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করার প্রস্তুতি নেয়া হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম ভূইয়া।
বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও অধ্যক্ষ জয়নাল আবেদীন, আখাউড়া থানার অফিসার ইনচার্জ রসুল আহম্মদ নিজামীসহ অনেকে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি