যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রে তিন কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ করেছে আহতরা। সদর উপজেলার পুলেরহাট এলাকায় অবস্থিত শিশু উন্নয়ন কেন্দ্রের ভেতরে বৃহস্পতিবার সন্ধ্যায় কিশোরদের দুই পক্ষের সংঘর্ষে তিন কিশোর নিহতের ঘটনা ঘটে।
অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম জানান, নিহতরা হলো- বগুড়ার শিবগঞ্জ উপজেলার নান্নু পরামানিকের ছেলে নাঈম হোসেন (১৫), খুলনার দৌলতপুরের রোকা মিয়ার ছেলে পারভেজ হাসান রাব্বি (১৮) এবং বগুড়ার শেরপুর উপজেলার নুরুল ইসলামের ছেলে রাসেল হোসেন (১৮)।
যশোর জেলা বিশেষ শাখার (ডিএসবি) পরিদর্শক এম মশিউর রহমান জানান, বিকালে কিশোরদের মধ্যে সংঘর্ষ হয়। তবে এর কারণ এখনও পরিষ্কার নয়।
ময়নাতদন্তের জন্য নিহতদের লাশ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলেও তিনি জানান।
নিউজ ডেস্ক/বিজয় টিভি