রাঙ্গুনিয়ায় মো. রুবেল সিকদার নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। সকালে, উপজেলার শিলক ইউনিয়নের ফুলতলী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রুবেল সকালে বাড়ি থেকে ফুলতলী বাজারে যান। এসময় কয়েকজন অজ্ঞাতনামা যুবক তাকে ডেকে নিয়ে ফুলতলি বাজার সংলগ্ন এলাকায় নিয়ে গিয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ।
নিউজ ডেস্ক/বিজয় টিভি