সিরাজগঞ্জের শাহজাদপুরে নাট্যাচার্য ড. সেলিম আল দীনের ৭১তম জন্মজয়ন্তী উৎসব পালিত হয়েছে।
সকালে, উপজেলার পৌর শহরের দ্বারিয়াপুর ফখরুল মেমেরিয়াল কিন্ডার গার্টেন স্কুল চত্বরে, পূরবী থিয়েটার ও ভোর হল- যৌথভাবে এ উৎসবের আয়োজন করে। উৎসবে সেলিম আল দীনের নাট্য ভাবনার ওপর বিশেষ আলোচনা, তার লেখা নাটকের অংশ বিশেষ পাঠ, দোয়া মাহফিল ও কাঙালি ভোজের আয়োজন করা হয়।
সভায় বক্তারা বলেন, নাট্যাচার্য ড. সেলিম আল দীন বাংলা নাটককে দেশে-বিদেশে উচ্চমাত্রায় তুলে ধরেছিলেন। তিনি বেঁচে থাকলে বাংলা নাটক নিয়ে আরো সৃষ্টিশীল কাজ করতে পারতেন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি