অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খানের বড় বোনের দায়ের করা হত্যা মামলার সাত আসামিকে কারাগারে নেয়ার আদেশ দিয়েছেন আদালত।
সাত দিনের রিমান্ড শেষে আজ সকালে র্যাব তাদের টেকনাফ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে। র্যাবের পক্ষ থেকে নতুন করে রিমান্ড আবেদন না করায় বিচারক তামান্না ফারাহ পুলিশের চার সদস্যসহ মোট সাত আসামিকে কারাগারে নেয়ার আদেশ দেন।
এদিকে, এ ঘটনায় আসামিদের কাছ থেকে রিমান্ডে চাঞ্চল্যকর ও গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে র্যাব। অধিকতর তদন্তের মাধ্যমে একটি বস্তুনিষ্ট ও নিরপেক্ষ তদন্ত প্রতিবেদন উপস্থাপন করবে তারা।
নিউজ ডেস্ক/বিজয় টিভি