করোনাভাইরাসের সংক্রমণের কারণে দীর্ঘ পাঁচ মাস বন্ধ থাকার পর কাল থেকে খুলে দেয়া হচ্ছে বান্দরবানের সকল পর্যটন কেন্দ্র।
সকালে, বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত, করোনাভাইরাস মনিটরিং কমিটির এক জরুরি বৈঠকের পর এ সিদ্ধান্ত নেয় প্রশাসন। জেলা প্রশাসক মো. দাউদুল ইসলাম জানান, দেশের অন্যান্য জায়গায় পর্যটন কেন্দ্রগুলো খুলে দেয়া হলেও বান্দরবানে করোনাভাইরাসের সংক্রমণ না কমার কারণে এতদিন পর্যটনকেন্দ্রসহ হোটেল-মোটেলগুলো বন্ধ রাখা হয়েছিল।
তবে, সংক্রমণ অনেকটা কমে আসায় শর্তসাপেক্ষে এবং স্বাস্থ্যবিধি মেনে কাল থেকে জেলার সকল পর্যটন কেন্দ্র ও হোটেল-মোটেলগুলো খুলে দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। তবে সংক্রমণ বাড়লে পূর্বের লকডাউন অবস্থায় ফিরিয়ে নেয়া হবে বলেও জানান তিনি।
নিউজ ডেস্ক/বিজয় টিভি