ঠাকুরগাঁওয়ে নতুন করে আরও ১৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হলেন ৭৫৭ জন।
সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার জানান, বৃহস্পতিবারের রিপোর্ট অনুযায়ী নতুন করে ঠাকুরগাঁও সদরে ৪, বালিয়াডাঙ্গীতে ৫, পীরগঞ্জে ৩ ও রানীশংকৈলে ৬ জনের করোনা শনাক্ত হয়েছে।
এ নিয়ে সদরে ৩৭৫, হরিপুরে ৭৮, পীরগঞ্জে ৬৮, রানীশংকৈলে ৯২ ও বালিয়াডাঙ্গী উপজেলায় ১৪৪ জনের করোনা শনাক্ত হলো।
সিভিল সার্জন আরও জানান, আক্রান্তদের মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়েছেন ৩৯৪ জন এবং মারা গেছেন ১৩ জন।
বৃহস্পতিবার নতুন করে ৪৪ জনের নমুনা দিনাজপুর পাঠানো হয়েছে। এ পর্যন্ত পাঠানো হলো ৪ হাজার ৪২৯ জনের নমুনা সূত্র: ইউএনবি