বগুড়া ও সিরাজগঞ্জের পৃথক তিনটি স্থানে অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ তিনজনকে আটক করেছে র্যাব-১২।
তারা হলেন- বগুড়ার গাবতলী উপজেলার বাইগুনি কালুডাঙ্গা পাড়া গ্রামের মো. আব্দুস সামাদ প্রমানিকের ছেলে মো. জনাব আলী (২২), শেরপুর উপজেলার দলিল গ্রামের মো. আলতাব ফকিরের ছেলে মো. আবদুল আজিজ (৪৫) ও সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার খিয়াইল গ্রামের মো. শহিদুল ইসলামের ছেলে মো. নয়ন হোসেন (২০)।
শুক্রবার র্যাব-১২ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. এরশাদুর রহমান সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা বৃহস্পতিবার দুপুর ২টায় গাবতলী উপজেলার চকবেড়া গ্রাম থেকে ৫০টি ইয়াবা, মোবাইল ও দুটি সিমকার্ডসহ জনাব আলীকে আটক করে।
একই দিন দুপুর দেড়টায় দলিল গ্রাম থেকে ৫০০ গ্রাম গাঁজা, মোবাইল ও সিমকার্ডসহ আজিজকে আটক করা হয়। আর বিকাল সাড়ে ৪টায় খিয়াইল গ্রাম থেকে ৪০টি ইয়াবা, মোবাইল ও সিমকার্ডসহ নয়ন আটক হন।
এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সূত্র: ইউএনবি