পারিবারিক কলহের জের ধরে ফুলবাড়ী উপজেলায় স্ত্রী আনোয়ারা বেগমকে গলা কেটে হত্যা করেছেন স্বামী নজির হোসেন।
শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের আজোয়াটারী গ্রামে এ ঘটনা ঘটে।
রিয়াজুল ইসলাম নামে স্থানীয় এক বাসিন্দা জানান, পারিবারিক বিষয় নিয়ে নজির হোসেন ও তার স্ত্রী আনোয়ারা বেগমের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে নাজির ক্ষিপ্ত হয়ে ধারালো দা দিয়ে আনোয়ারার গলায় কোপ দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে এলাকার লোকজন নজিরকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে লাশ ও নজিরকে থানায় নিয়ে যায় ।
এ ঘটনায় আনোয়ারার মা আবেদা বেওয়া বাদী হয়ে ফুলবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
ফুলবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান হাবিব বলেন, ‘স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ থেকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘাতক স্বামীকে আটক এবং লাশ মর্গে পাঠানো হয়েছে।’ সূত্র: ইউএনবি