কুষ্টিয়ার দৌলতপুরে গৃহবধূকে হত্যার দায়ে কলম মোল্লা নামে একজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
সকালে, কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক অরুপ কুমার গোস্মামী এ রায় প্রদান করেন।
২০১২ সালে গৃহবধু পারুলকে হত্যার অভিযোগে নিহতের বাবা বাদী হয়ে দৌলতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি দীর্ঘ তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা এস আই আমজাদ হোসেন একজনকে অভিযুক্ত করে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেন। দীর্ঘ শুনানি শেষে আদালত আজ এ রায় প্রদান করেন এবং আসামি পলাতক থাকায় তাকে অতিসত্ত্বর গ্রেপ্তার করার আদেশ দেন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি