উপকূলের বাঁধ রক্ষা ও সাতক্ষীরা জেলার পানিবন্দি লাখ লাখ মানুষকে বাঁচাতে পানি উন্নয়ন বোর্ড ঘেরাও করে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন করেছে নাগরিক কমিটি।
সকালে, সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়।
সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহবায়ক মো. আনিসুর রহিমের সভাপতিত্বে ও যুগ্ম সদস্য সচিব আলী নুর খান বাবলুর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা নাগরিক কমিটির সদস্য সচিব আবুল কালাম আজাদসহ অনেকে।
মানববন্ধন শেষে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর মাধ্যমে পানি সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেন নাগরিক কমিটির নেতারা।
নিউজ ডেস্ক/বিজয় টিভি