মাদারীপুরে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আহম্মেদ হাওলাদারকে হত্যাচেষ্টা মামলায় পরকীয়া প্রেমিকসহ স্ত্রী মিলি আক্তারকে গ্রেফতার করেছে জেলার গোয়েন্দা পুলিশ।
শুক্রবার রাতে রাজধানীর মিরপুরের মনিপুর এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় পৃথক স্থান থেকে মিলির পরকীয়া প্রেমিক সাইদুর রহমান জাহিদকেও গ্রেফতার করেছে পুলিশ।
পরে মিলি ও জাহিদকে মাদারীপুর পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে আসা হয়। এদিকে ঘটনার রহস্য উদঘাটনে গ্রেফতার দু’জনকে আদালতে তোলা শেষে রিমান্ড চাওয়ার কথা জানিয়েছে পুলিশ।
নিউজ ডেস্ক/বিজয় টিভি