কুষ্টিয়ার কুমারখালীর ধলনগরে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। ভাঙচুর করা হয়েছে অন্তত ২০টি বাড়ি।
সকালে, এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ জানায়, ধলনগর গ্রামের রবি মালিথা ও আফজাল মেম্বর পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকার আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ করে চলে আসছে।
এর জের ধরে সকালে দুইপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নারীসহ অন্তত ২০ জন আহত হয়। এসময় ২০টি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি