বরগুনা জেলার সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোস্তাইন বিল্লাহ মহোদয় শুদ্ধাচার পুরস্কার-২০২০ গ্রহণ করেছেন। পুরস্কার হিসেবে তিনি ১মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ, সনদপত্র এবং ক্রেস্ট লাভ করেন।
আজ (মঙ্গলবার) বরিশাল বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার এই পুরস্কার প্রদান করেন।
উল্লেখ্য যে, জেলা প্রশাসক হিসেবে যোগদানের পর থেকে গত এক বছরে তিনি নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধু ও মহান মুক্তিযুদ্ধের চেতনা তুলে ধরা, বরগুনা জেলার শিক্ষা বিস্তার, তথ্য প্রযুক্তির অভূতপূর্ব উন্নয়ন, বরগুনার ইকো-ট্যুরিজমের বিকাশ এবং বরগুনার সার্বিক উন্নয়নের লক্ষ্যে নিরন্তর কাজ করেছেন। ফলশ্রুতিতে তিনি শুদ্ধাচার পুরস্কার ২০২০ লাভ করেন।
এই স্বীকৃতির জন্য তিনি মাননীয় প্রধানমন্ত্রী, সরকার এবং মান্যবর বিভাগীয় কমিশনার মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি বলেন, “এটি আমার একার কৃতিত্ব নয়, এটি পুরো বরগুনা জেলা প্রশাসনের কাজের স্বীকৃতি। এ ধরণের স্বীকৃতি আগামী দিনে আমাদেরকে কাজ করতে আরও বেশি অনুপ্রাণিত করবে।