‘অধিকার এখানে, এখনই’ প্রকল্পের আওতায় ঝালকাঠিতে অনুষ্ঠিত হয়েছে প্রজনন স্বাস্থ্য ও অধিকার সম্পর্কে তথ্য পরিসেবা বিষয়ক কর্মশালা ।
আজ (শনিবার) সকালে, জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে এ আয়োজন করে নারী পক্ষ। কর্মশালায় কিশোর কিশোরীদের স্বাস্থ্য অধিকার সম্পর্কে ধারণা দেয়া হয়।
এছাড়া ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে কিশোর কিশোরীদের জন্য কর্নার স্থাপন ও তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করারও তাগিদ দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক আরিফুল ইসলাম।
নিউজ ডেস্ক/বিজয় টিভি