যশোরের শার্শা উপজেলার শালকোনা সীমান্ত থেকে ২৪ কেজি গাঁজাসহ তিন মাদক পাচারকারীকে আটক করেছে বিজিবি।
ভোররাতে উপজেলার শালকোনা সীমান্ত থেকে তাদের আটক করা হয়।
যশোর ৪৯ বিজিবি ব্যটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল সেলিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে শালকোনা গ্রামের মাঠের মধ্যে অভিযান চালিয়ে ২৪ কেজি গাঁজা সহ ওই তিনজনকে হাতেনাতে আটক করা হয়।
আটককৃতদের মাদক বিরোধী আইনে মামলা দায়েরের পর বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি