প্রাইভেট প্রতিষ্ঠানে না দিয়ে সন্তানকে নিজ নিজ বিদ্যালয়ে ভর্তি করাতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রতি আহবান জানিয়েছেন, মেহেরপুর-২ গাংনী আসনের সাংসদ সাহিদুজামান খোকন।
আজ (রোববার) সকালে, মেহেরপুরের গাংনীতে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণী অনুষ্ঠানে তিনি এ আহবান জানান।
অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ খালেক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিনসহ অনেকে উপস্থিত ছিলেন। এসময় শিক্ষকবৃন্দের উপস্থিতিতে ৭টি প্রাথমিক বিদ্যালয়ের বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার, ওয়াকার, ক্র্যাচ ও শ্রবণ যন্ত্র বিতরন করা হয়।
নিউজ ডেস্ক/বিজয় টিভি