মাদারীপুর জেলার শিবচরের কাঁঠালবাড়ী ঘাটে ট্রাক শ্রমিক ও ফেরির স্টাফদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন চার জন।
ফেরিতে বেশি ট্রাক ওঠানোর দাবি নিয়ে দুপুরে এ সংর্ঘষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ জানায়, দুপুরে কে-টাইপ ফেরি কিশোরী শিমুলিয়া থেকে তিনটি ট্রাকসহ যানবাহন বোঝাই করে কাঁঠালবাড়ি ৩ নম্বর ঘাটে পৌঁছায়। ফেরিটি আনলোড হওয়ার পর দীর্ঘদিন ধরে ঘাটে আটকে থাকা ট্রাক শ্রমিকরা তিনটি ট্রাক পার করার দাবি জানায়।
কিন্তু ফেরিটির শুকানি জাকির হোসেন মাত্র একটি ট্রাক নিতে চায়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংর্ঘষ বাধে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি