সাভারের আশুলিয়ায় একটি শ্রমিক কলোনিতে হামলা চালিয়ে প্রায় অর্ধশতাধিক শ্রমিকের বাসায় লুট করেছে দুর্বৃত্তরা।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে আশুলিয়ার টঙ্গাবাড়ির মাঝিপাড়া এলাকার একটি শ্রমিক কলোনিতে এ ঘটনা ঘটে।
শ্রমিকরা জানায়, তারা সকালে সবাই কাজে যায়। দুপুরে খবর পায় তাদের বাসায় হামলা করে লুটপাট করেছে দুর্বৃত্তরা। পরে তারা বাসায় এসে দেখে দরজার তালা ভেঙে সব টাকা-পয়সা লুট নিয়ে গেছে।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জিয়াউল ইসলাম।
নিউজ ডেস্ক/ বিজয় টিভি