ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় মো. আজিম উদ্দিন (৫০) এক ইমামকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (১৯ সেপ্টেম্বর) উপজেলার বেলদিয়া গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত আজিম উপজেলার সাধুয়ার পশ্চিম পাড়া জামে মসজিদের ইমাম ছিলেন।
পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান খান জানান, রাত ৯টার পর ইমাম হাফেজ মো. আজিম উদ্দিন এশার নামাজ শেষ করে পাশেই নিজ বাড়ি ফেরার পথে সাধুয়ার মার্কেটের সামনে দুর্বৃত্তরা প্রথমে কুপিয়ে পরে গলাকেটে হত্যা করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
তবে কী কারণে এই হত্যাকাণ্ড তদন্ত শেষে জানা যাবে বলে জানিয়েছেন ওসি।
নিহত ইমাম আজিম উদ্দিনের স্ত্রী বিলকিস আক্তার জানান, তার স্বামীর সাথে কারো কোনো শত্রুতা ছিল না। প্রায় বিশ বছর ধরে তার স্বামী সাধুয়ার পশ্চিমপাড়া জামে মসজিদে ইমামতি করে আসছিলেন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি