চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজন বলেছেন, করোনা মহামারিকালীন সরকার গৃহীত কর্মসূচির পাশাপাশি কোভিড-১৯ স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির জন্য লিফলেট, মাইকিংসহ চসিক পরিচালিত প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও চসিক জেনারেল হাসপাতালের মাধ্যমে জনগণকে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে।
আজ (রোববার) সকালে, ইউএস সেন্টার ফর ডিজিস কন্ট্রোল এন্ড প্রিভেনশন প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎশেষে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সভায় সংস্থার কান্ট্রি ডিরেক্টর ডা. মাইকেল ফ্রাইডম্যান করোনা মহামারিকালীন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভূমিকার প্রশংসা করেন। এসময় উপস্থিত ছিলেন, চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহাসহ অনেকে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি