আগামী ৪ অক্টোবর সারা দেশের ন্যায় ভোলা জেলায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে ২ লাখ ৭২ হাজার ৩০৬ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৩১ হাজার ৬৭৭ শিশুকে ১টি নীল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল ও ১২ থেকে ৫৯ মাস বয়সের ২ লাখ ৪০ হাজার ৬২৯ শিশুকে লাল রংয়ের ১টি ক্যাপসুল খাওয়ানো হবে। আগামী ৪ অক্টোবর থেকে জেলায় পক্ষকালব্যাপী এ ক্যাম্পেইন চলবে।
জেলা সিভিল সার্জন ডা: মো: ওয়াজেদ আলী বলেন, জেলায় ১০টি স্থায়ী কেন্দ্রসহ মোট ১৬’শ ৯০টি কেন্দ্রে ২ সপ্তাহের কর্ম দিবসের মধ্যে সকাল টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভিটামিন এ প্লাস ক্যম্পেইন অনুষ্ঠিত হবে। প্রতিটি কেন্দ্রে ২ জন সেচ্ছাসেবক অথবা স্বাস্থ্যকর্মী কাজ করবে। ইতোমধ্যে জেলায় এ ব্যাপারে সাংবাদিকদের সাথে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি