ভারি বৃষ্টি ও উজানের ঢলে কুড়িগ্রামে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। বন্যার কারণে নিম্নাঞ্চল গুলোতে যোগাযোগ ব্যবস্থা ভেঙ্গে পড়েছে।
পঞ্চম দফা বন্যায় কুড়িগ্রাম সদর, রাজারহাট, ফুলবাড়ী ও উলিপুর উপজেলার শতাধিক চর নতুন করে প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে প্রায় ৫০ হাজার মানুষ। ঘরবাড়িতে পানি ওঠায় অনেকেই গবাদী পশু নিয়ে বাঁধ ও রাস্তায় আশ্রয় নিয়েছেন।
এদিকে, বার বার পানি বৃদ্ধি আর কমার কারণে দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি