সাতক্ষীরা সদর উপজেলার তুজুলপুর এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় রাকিবুর রহমান ও মোকলেসুর রহমান নামে দুই ইলেকট্রিক মিস্ত্রি নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে সাতক্ষীরা-যশোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে রাকিবুর, মোকলেসুর ও তৈয়েবুর একত্রে ঝাউডাঙ্গা বাজারের দিকে যাচ্ছিলেন। তারা তুজুলপুর ইটভাটার সামনে পৌঁছালে সড়কের পাশে রাখা একটি অটোভ্যানের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে সড়কে ছিটকে পড়ে রাকিবুর ও মোকলেসুরের মৃত্যু হয়।
নিউজ ডেস্ক/বিজয় টিভি