প্রায় ২৮ ঘণ্টা বন্ধ থাকার পর শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে পরীক্ষামূলকভাবে সীমিত পরিসরে ফেরি চলাচল শুরু হয়েছে।
শুক্রবার বিকেলে মুন্সিগঞ্জের শিমুলিয়াঘাট থেকে ছেড়ে যায় ফেরি কুমিল্লা। এর আগে গতকাল (বৃহস্পতিবার) সকাল থেকে ফেরি পারাপার বন্ধ ছিল এ নৌরুটে। শিমুলিয়া ঘাটের ম্যারিন কর্মকর্তা মোহাম্মদ হানিফ জানান, কাঁঠালবাড়ী ঘাটের উদ্দেশে শিমুলিয়া থেকে ১৭টি যানবাহন নিয়ে ছেড়ে যায় ফেরি কুমিল্লা। এদিকে, ঘাটে পারের অপেক্ষায় তেমন কোনো গাড়ি নেই বলে জানান এ কর্মকর্তা।
নিউজ ডেস্ক/বিজয় টিভি