ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার বুড়িচংয়ে বাসের চাপায় মাইক্রোবাসে থাকা ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২ জন।
শনিবার (৩ অক্টোবর) সকাল ১০ টার দিকে বুড়িচং উপজেলার কোরপাই এলাকার পোস্ট অফিসের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার রাত থেকেই কোরপাই এলাকায় একটি লরি বিকল হয়ে পড়ে ছিল। শনিবার সকালে বিকল লরির পেছনে আরেকটি কাভার্ডভ্যান এসে দাঁড়ায়। সকাল ১০ টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাস ওই স্থানে থেমে থাকা গাড়ি দুটির পেছনে আসলে চালক মাইক্রোর গতি কমায়। এ সময় পেছন দিক থেকে আসা ফেণী অভিমুখী স্টার লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস মাইক্রোবাসটিকে চাপা দেয়। এতে মাইক্রোবাসে থাকা একজন নারী ও একজন পুরুষ ঘটনাস্থলেই নিহত হন। মাইক্রোবাসের অপর দুই যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
সত্যতা নিশ্চিত করেছেন ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাফায়াত হোসেন জানান, খবর পেয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গেছে। তবে এখনো হতাহতদের পরিচয় জানা যায়নি। হতাহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী ছিলেন বলে জানান তিনি।
নিউজ ডেস্ক/বিজয় টিভি