যশোরের শার্শা সীমান্ত পথে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৫ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (৩ অক্টোবর) দুপুরে শার্শা সীমান্তের অগ্রভুলোট থেকে বিজিবি তাদেরকে আটক করে।
আটককৃতরা হলেন, শার্শা উপজেলার অগ্রভুলোট গ্রামের খায়রুল ইসলাম, জনি হাওলাদার, সালাম, মোস্তফা কামাল ও ফারুক হোসেন।
বিজিবি জানায়, পাসপোর্ট ভিসা ছাড়া ৫ জন বাংলাদেশি সীমান্ত পথে ভারতে প্রবেশের চেষ্টা করে। এ সময় সীমান্তের মেইন পিলার ১৭/৭ এস এর নিকট থেকে ৫ জনকে আটক করা হয়।
অগ্রভুলোট বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার মোফাজ্জল হোসেন জানান, আটকদের বিরুদ্ধে ১১সি ধারায় মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি