সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে সংঘটিত গণধর্ষণের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সুনামগঞ্জের দিরাইয়ে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) সকালে দিরাই উপজেলার সচেতন নাগরিক সমাজের আয়োজনে দিরাই থানা পয়েন্টে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা বলেন, গণধর্ষণের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। যা দেখে দেশের আর কেউ যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটাতে পারে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মিজানুর রহমান মিজান, প্রভাষক মোস্তাক রহমানসহ অনেকে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি